
করোনার সংক্রমণ বাড়তে থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বন্ধ হচ্ছে না। নির্ধারিত সূচি অনুযায়ী আইপিএল চলতে থাকবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।
করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ভারতের বিভিন্ন শহরে নতুন করে লকডাউন দেওয়া হচ্ছে। মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী শুক্রবার রাত ৮টা থেকে সোমবার ভোর ৭টা পর্যন্ত লকডাউন চলবে। যে কারণে পরের শনিবারের চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়।
কিন্তু সংবাদ সংস্থা এএনআইয়ের প্রশ্নের জবাবে সৌরভ পরিষ্কার বলেছেন, ‘নির্ধারিত সূচি মেনেই আইপিএল হচ্ছে।’
এরই মধ্যে আবার ক্রিকেটারদের জন্য প্রতিষেধকের ব্যবস্থা করা যায় কিনা, তা নিয়ে ভাবছে বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছেন, প্রতিষেধকের জন্য তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করবেন।
আইপিএলে এখনও পর্যন্ত তিনজন ক্রিকেটারের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যে কারণে আর ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।
শুক্লা বলেছেন, করোনা সংক্রমণটা অবশ্যই চিন্তার কারণ। কিন্তু সে সব মাথায় রেখেই বোর্ড যাবতীয় পদক্ষেপ নিয়েছে। যে কারণে ছয়টা কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে। জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। তাই মনে হয়, কোনো সমস্যা ছাড়াই প্রতিযোগিতা হবে।