State Times Bangladesh

করোনায় পিছিয়ে গেল পাকিস্তান সুপার লিগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ২ মার্চ ২০২১

করোনায় পিছিয়ে গেল পাকিস্তান সুপার লিগ

ইসলামাবাদকে খেলতে হবে পিছিয়ে যাওয়া ম্যাচ

পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটরস ও ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়েছে। ইসলামাবাদ ইউনাইটেডের অস্ট্রেলিয়ান স্পিনার ফাওয়াদ আহমেদ নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ প্রমাণিত হওয়ায় তড়িঘড়ি করে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পিসিবি। পরীক্ষায় দুই দলের বাকি খেলোয়াড়দের সবাই নেগেটিভ হওয়ায় ম্যাচটি মঙ্গলবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার হয়ে দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলা আহমেদকে এরই মধ্যে আইসোলশেনে রাখা হয়েছে। এরপর পরীক্ষায় করোনা ধরা পড়ার পর দ্রুত ম্যাচটি স্থগিত করা হয়েছে। দুই দলের বাকি ক্রিকেটারদের করোনা পরীক্ষাও এরপরই করা হয়েছে। প্রাথমিকভাবে দুই ঘণ্টার জন্য ম্যাচ পেছানো হলেও পরে এক দিন পরই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসএলে এ নিয়ে করোনা-সংক্রান্ত দুটি ঘটনা ঘটল। এর আগে জৈব সুরক্ষাবলয় ভাঙায় পেশোয়ার জালমির অধিনায়ক ওয়াহাব রিয়াজ ও কোচ ড্যারেন স্যামিকে তিন দিনের কোয়ারেন্টিনে যেতে হয়েছিল।

আহমেদের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় এখন থেকে প্রতি চার দিনে একবার সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হবে। এত দিন এটা প্রতি সপ্তাহে একবার করা হতো। ইসলামাবাদ ইউনাইটেড জানিয়েছে, করোনা সংক্রমিত হলেও আহমেদ কোনো নিয়ম ভাঙেননি। করোনায় আক্রান্ত আহমেদ টুইটারে সবাইকে নিজের ভালো থাকার কথা জানিয়েছেন, ‘সুন্দর সব বার্তা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। দয়া করে আমার জন্য দোয়া করবেন সবাই। এটা খুব দরকার এবং সবাই সাবধান থাকুন।’

ফ্র্যাঞ্চাইজিও আহমেদের কথা জানানোর জন্য টুইটারকে আশ্রয় মেনেছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ফাওয়াদের করোনায় আক্রান্ত হওয়ার খবরের টুইটের জবাবে জানিয়েছে, ‘আমাদের এক খেলোয়াড় ফাওয়াদ আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন এবং দুই দিন আগেই তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ইসলামাবাদ ইউনাইটেডের বাকি সব খেলোয়াড় ও কর্মকর্তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং খেলার জন্য সবাই প্রস্তুত। আমরা ফাওয়াদের দ্রুত আরোগ্য কামনা করছি। আজ রাতেই গর্জন তুলতে প্রস্তুত বাঘেরা।’

কিন্তু সোমবার তাদের আর মাঠে নামা হয়নি। এ ব্যাপারে পিএসএল আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘পাকিস্তান সুপার লিগের অনুষ্ঠান কারিগরি কমিটি কোয়েটা গ্ল্যাডিয়েটরস ও ইসলামাবাদের ম্যাচ পিছিয়ে মঙ্গলবার পাকিস্তান সময় সন্ধ্যা সাতটায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইসলামাবাদ ইউনাইটেডের ফাওয়াদ আহমেদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর দুই দলের সবার পরীক্ষা করা হয়। বাকিদের ফল নেগেটিভ এসেছে, তবু এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাওয়াদ গত শনিবার রাত থেকেই আইসোলেশনে আছেন। দুটি নেগেটিভ ফল পাওয়ার পরই তাঁকে জৈব সুরক্ষাবলয়ে নেওয়া হবে।’