
স্মার্টফোন ব্র্যান্ড ভিভো শিগগিরই আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করবে তাদের নতুন স্মার্টফোন ভি২১ই এর। এই স্মার্টফোনটি হবে ভিভো’র ভি-সিরিজ স্মার্টফোনের সর্বশেষ সংযোজন।
ভি২১ই ফোনের সামনের ক্যামেরায় ৪৪ এমপি আই অটোফোকাস যুক্ত করা হয়েছে, যা এআই নাইট পোর্ট্রেটের সঙ্গে মিলিত হয়ে আরও উন্নত ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে। সামনের ক্যামেরাতে থাকছে উন্নত অটোফোকাস প্রযুক্তি।
স্মার্টফোনটিতে ৪কে মানের চিত্র এবং ভিডিও ক্যাপচারের জন্য দুর্দান্ত ক্যামেরা সিস্টেম থাকবে। ভি সিরিজের উত্তরাধিকার হিসেবে ভি২১ই-তেও থাকছে আলট্রা স্লিম ডিজাইন, যার দৈর্ঘ্য মাত্র ৭.৩৮ মি.মি পাতলা এবং ওজন ১৭১ গ্রাম। নতুন ভি২১ই এর নান্দনিক ডিজাইন এবং চমকপ্রদ রং গ্রাহকদের আকৃষ্ট করবে।