
চীনভিত্তিক রিয়েলমি ‘ভি১১ ফাইভজি’ নামে নতুন একটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। গত ৫ ফেব্রুয়ারি থেকে চীনের বাজারে ডিভাইসটির সরবরাহ শুরু হয়। শিগগিরই ডিভাইসটি বৈশ্বিক বাজারে সরবরাহ শুরু হবে। রিয়েলমির দাবি, শক্তিশালী পারফরম্যান্সের ডিভাইসটি ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করবে।
ডিভাইসটি নিয়ে আজকের আয়োজন-
প্লাস্টিকের তৈরি কাঠামোর ডিভাইসটির বডি ৮ দশমিক ৪ মিলিমিটার পুরু। জিএসএম, সিডিএমএ, এইচএসপিএ, ইভিডিও, এলটিই ও ফাইভজি নেটওয়ার্ক সমর্থন করে স্মার্টফোন।
ডুয়াল ন্যানো ও ডুয়াল স্ট্যান্ডবাই সিম সমর্থন এ ফোনে ৬ দশমিক ৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। এটির রেজল্যুশন ৭২০✕১৬০০ পিক্সেল।
অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ওএস অপারেটিং সিস্টেমে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ ফাইভজি নেটওয়ার্ক সমর্থন করে।
ফোনটিতে মেমোরি কার্ডের স্লট নেই। ডিভাইসটির ৪ ও ৬ গিগাবাইট র্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে।
১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরার ফোনটিতে সেলফি তুলতে ৮ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা রয়েছে। নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির এ স্মার্টফোনে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।