State Times Bangladesh

চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ১১ জুন ২০২১

আপডেট: ২২:৫০, ১১ জুন ২০২১

চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস শুরু রোববার

দেশের আকাশে কোথাও আজ ১৪৪২ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শনিবার শাওয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেই হিসাবে আগামী রোববার থেকে শুরু হবে জিলকদ মাসের গণনা।

আজ শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটি জানায়, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে সভায় পর্যালোচনা করা হয়।

এতে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।