State Times Bangladesh

ইসরায়েলি হামলা : ‘মুসলিম জাতিসংঘ’ প্রতিষ্ঠার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৩, ২১ মে ২০২১

আপডেট: ১৮:২৮, ২১ মে ২০২১

ইসরায়েলি হামলা : ‘মুসলিম জাতিসংঘ’ প্রতিষ্ঠার দাবি

ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও তা বন্ধের দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় সমাবেশ থেকে মুসলিম দেশগুলোর জন্য ‘মুসলিম জাতিসংঘ’ খোলা দাবি জানানো হয়েছে। 

আজ ‍শুক্রবার নামাজের পর কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আলাদাভাবে সমাবেশ করে খেলাফত মজলিস এবং বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ।

ওই সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল শান্তি প্রিয় ফিলিস্তিনের নারী, পুরুষ, মাসুম শিশু, যুবকসহ সর্বস্তরের মুসলিম জনগণের ওপর যে বর্বোরোচিত হামলা চালিয়ে আসছে তা দেখেও নীরব জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো।

এটা লজ্জার বিষয়। তাদের নীরবতা দেখে তারা বোবা শয়তানের পরিচয় দিচ্ছে। তাই আমরা প্রতিবাদ সভা থেকে আলাদা মুসলিম জাতিসংঘ খোলার দাবি জানাচ্ছি মুসলিম দেশগুলোর প্রতি।

বক্তারা আরও বলেন, অবৈধ দখলদার ইহুদিবাদী সন্ত্রাসী ইসরায়েল রাষ্ট্রীয় আগ্রসনের মাধ্যমে যেভাবে ফিলিস্তিনের নারী পুরুষ এমন কি মাসুম বাচ্চাদের তারা যেভাবে হত্যা করছে তা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।

খেলামত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক কে এম আলম বলেন, জাতিসংঘ, ঐক্যবদ্ধ বিশ্ব মুসলিম শক্তিকে আহ্বান জানাচ্ছি ইজরায়েলের বিরুদ্ধে ভৃমিকা পালন করার জন্য। ইজরায়েল নিজেই অবৈধ। অথচ তারা নিজেরাই অবৈধভাবে শক্তি প্রয়োগ করছে ফিলিস্তিনী নর-নারীর ওপরে। এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। 

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য ইসরায়েলের পৈশাচিক দখল, নিরীহ মানুষের ওপর হামলা-নির্যাতন খুনের ঘটনায় বিশ্ববিবেক এখনও নীরব ভূমিকা পালন করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই ফিলিস্তিনি মুসলমান ভাই-বোনদের পাশে রয়েছে বাংলাদেশের মুসলমান শান্তিকামী মানুষ।

সম্পর্কিত বিষয়: