State Times Bangladesh

রোজার মাসে মসজিদে নববীতে শিশুদের প্রবেশ নিষেধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭, ২ এপ্রিল ২০২১

আপডেট: ২০:১৩, ২ এপ্রিল ২০২১

রোজার মাসে মসজিদে নববীতে শিশুদের প্রবেশ নিষেধ

মসজিদে নববী

মসজিদে নববীতে এ বছর রমজানে ১৫ বছরের নিচের শিশুরা তারাবিহ পড়তে মসজিদটিতে যেতে পারবে না। আর তারাবিহ পড়ার সময়ও অর্ধেকে নিয়ে আসা হয়েছে। 

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে আগে থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রিয়াদ থেকে প্রকাশিত আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

রোজায় মসজিদে শিশুদের প্রবেশ নিষেধ ছাড়াও দ্বিতীয়বারের মতো এ বছর ইতিকাফও বাতিল করা হয়েছে। এমনকি মসজিদটিতে সেহরি খাওয়াও বারণ করে দেওয়া হয়েছে।

মসজিদে নববীতে রোজা ভাঙতে চাইলে নিজ খরচায় কেবল পানি ও খেজুর দিয়ে ইফতার করতে হবে।

সম্পর্কিত বিষয়: