
শ্রীময়ী চট্টরাজ। ছবি : ইনস্টাগ্রাম থেকে নেওয়া
অভিনেত্রী শীময়ী চট্টরাজ। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। তার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে জনপ্রিয় অভিনয়শিল্পী ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের। তবে এই গুঞ্জন সঠিক নয় বলে জানিয়েছেন তারা।
শীময়ী চট্টরাজ বলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে শাসকদলের হয়ে প্রচুর জনসভা করেছি। প্রচারে অংশ নিয়ে। কাঞ্চনদার হয়েও প্রচার করেছি। আপনারা কী বলতে চাইছেন? যতজনের হয়ে প্রচার করেছি ততজনের সঙ্গে আমার প্রেম?
শ্রীময়ী আরও বলেন, আমি তখন অষ্টম শ্রেণির ছাত্রী। কাঞ্চনদার সঙ্গে আমার তখন থেকে আলাপ। ‘বাবুসোনা’ ধারাবাহিকে অভিনয়ের সূত্রে। আমার থেকে ২৭ বছরের বড়। কাঞ্চনদা অভিনয় শিখিয়েছেন আমায়। কী করে ক্যামেরা ফেস করতে হয় দেখিয়ে দিয়েছেন। উনি, খরাজ মুখোপাধ্যায় আমার শিক্ষাগুরু। ওদের সঙ্গে আমার প্রেম সম্ভব?
কাঞ্চন মল্লিক বলেন, ‘শ্রীময়ীকে আমি কম করে ১০ বছর ধরে চিনি। আমাদের বাড়িতে ওর যাতায়াত আছে। আমার স্ত্রী পিঙ্কি ওকে চেনেন। আমরা এক সঙ্গে মঞ্চে অভিনয় করেছি। তখন ওকে নিয়ে কোনও রটনা তৈরি হল না। আজ রাজনীতি সূত্রে কাজ করতে গিয়ে মিথ্যে বদনাম শুনতে হচ্ছে।’