State Times Bangladesh

‘ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৮, ২৮ মে ২০২১

আপডেট: ২০:১৯, ২৮ মে ২০২১

‘ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী’

কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে মানববন্ধন

ঢাকা ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে ওয়াসা ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

ব্যানারে লেখা ছিল, ওয়াসার পানির দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিল কর। দাম বৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ কর। ঢাকা শহরের সব এলাকায় পর্যাপ্ত নিরাপদ ও সুপেয় পানি সরবাহ কর। 

কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে মানববন্ধন

বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, শ্রমিক নেতা আবদুর রাজ্জাক, নগর বাসদ নেতা জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন ও ছাত্র ফ্রন্ট সভাপতি আল কাদেরী জয়।

কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে মানববন্ধন

সম্পর্কিত বিষয়: