State Times Bangladesh

কুয়াকাটা সৈকতে ‘সুনসান নীরবতা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৩, ৬ এপ্রিল ২০২১

কুয়াকাটা সৈকতে ‘সুনসান নীরবতা’

ছবি : স্টার মেইল

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সোমবার থেকে দেশে চলছে সাত দিনের লকডাউন। এ সময়ে বন্ধ রয়েছে দেশের সব পর্যটন কেন্দ্র। তাই কুয়াকাটা সৈকত এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে।

ছবি : স্টার মেইল

দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতজুড়ে এখন সুনসান নীরবতা। সৈকতের জিরো পয়েন্টের পূর্ব-পশ্চিমে বালিয়ারী ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। চিরচেনা কুয়াকাটা এখন যেন স্থানীয়দের কাছেই অচেনা লাগছে।

ছবি : স্টার মেইল

সম্পর্কিত বিষয়: