State Times Bangladesh

কেন্দ্রের বাইরে মেডিকেল পরীক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড়  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৬, ২ এপ্রিল ২০২১

আপডেট: ১৯:০৭, ২ এপ্রিল ২০২১

কেন্দ্রের বাইরে মেডিকেল পরীক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড়  

পরীক্ষাকেন্দ্রের বাইরে এমন ভিড় দেখা যায়

করোনাভাইরাসের ঊর্ধ্ব সংক্রমণের মধ্যেই নেওয়া হলো দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

আজ শুক্রবার রাজধানীসহ দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের ৫৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এই ভর্তি পরীক্ষা।

পরীক্ষাকেন্দ্রের বাইরে এমন ভিড় দেখা যায়

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হলেও আজ দেখা গেছে তার বিপরীত চিত্র। মেডিকেল ভর্তি পরীক্ষা শুরুর আগে ও পরে পরীক্ষাকেন্দ্রের বাইরে ভর্তিচ্ছু ও অভিভাবকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ সময় তাদের অনেকের মুখে ছিল না মাস্ক। সামাজিক দূরত্বেরও কোনো বালাই ছিল না।  

পরীক্ষাকেন্দ্রের বাইরে এমন ভিড় দেখা যায়

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল শাখায় গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মধ্যে সামাজিক দূরত্ব বা সবার মুখে মাস্ক পরা নিশ্চিত করতে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

পরীক্ষাকেন্দ্রের বাইরে এমন ভিড় দেখা যায়

বিশেষজ্ঞরা বলছেন, এভাবে জনসমাগম করে মেডিকেল ভর্তি পরীক্ষা নেওয়ার ফলে করোনা সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। দেশের করোনা সংক্রমণ ঠেকাতে যখন বাস-ট্রেন-লঞ্চে অর্ধেক যাত্রী নিয়ে চলার বিধান করা হয়েছে, তখন এভাবে জনসমাগম করে পরীক্ষা নেওয়া মোটেও সঠিক সিদ্ধান্ত ছিল না।

সম্পর্কিত বিষয়: