State Times Bangladesh

নিয়োগ বিজ্ঞপ্তি ভুয়া কিনা বুঝবেন যে উপায়ে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ২৫ জুন ২০২১

নিয়োগ বিজ্ঞপ্তি ভুয়া কিনা বুঝবেন যে উপায়ে

বর্তমানে হাতের নাগালে বিভিন্ন চকটদার চাকরি বিজ্ঞপ্তি। এতে নানামুখী লোভনীয় চাকরির বিজ্ঞাপন দেওয়া থাকে। বেকার যুব সমাজের অনেকেই সেই ভুয়া বিজ্ঞাপনের ফাদেঁ পড়ে টাকা পয়সা খুইয়েছেন তার প্রমাণ ভুরি ভুরি।

আসলে সময়ের সঙ্গে সঙ্গে চাকরির বাজারে বাড়ছে প্রতিযোগিতা। তাই আপডেট থাকতে হচ্ছে সবসময়। ফলে চাকরিপ্রার্থীরা ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করেন। আর বিপত্তিও ঘটে সেখানেই। চাকরি দেওয়ার নামে অনেক সময়ই চলে প্রতারণা। প্রায় সময়ই ভুয়া প্রতিষ্ঠানের ‘কর্ম খালি আছে’ বিজ্ঞাপনের খপ্পরে পড়তে হয় প্রার্থীদের। তাহলে কী করবেন? এ বিড়ম্বনা থেকে মুক্তি পেতে জেনে নিন কিছু পরামর্শ-

বেশিরভাগ সরকারি নিয়োগের আবেদন প্রক্রিয়া অনলাইনেই হয়। সামাজিক মাধ্যমে অনেক সময় সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিজ্ঞপ্তি দেখা যায়। পুরনো আসল বিজ্ঞপ্তি ফটোশপে সম্পাদনা করে কিছু তথ্য পরিবর্তন করে ছড়িয়ে দেয় প্রতারকরা। দেখতে অনেকটা আসল বিজ্ঞপ্তির মতো হওয়ায় সাধারণ প্রার্থীরা এসব দেখে বিভ্রান্ত হন। তাহলে চলুন এক নজরে জেনে নেই, কিভাবে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি চিহ্নিত করবেন-

১। সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিটি সঠিক কি না, এটি যাচাই করতে প্রথমেই সংশ্লিষ্ট দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে (.gov.bd যুক্ত) গিয়ে দেখবেন এ রকম কিছু আছে কি না। 

২। আবেদনের সাইট হিসেবে সংশ্লিষ্ট দপ্তরের অফিশিয়াল সাইট বা ওই দপ্তরের সংক্ষিপ্ত নামের শেষে টেলিটকের চাকরিসংক্রান্ত পোর্টালের শেষাংশ (.teletalk.com.bd) থাকবে।

যেমন- http://ntrca.teletalk.com.bdhttp://gtcl.teletalk.com.bdhttp://bsec.teletalk.com.bd ইত্যাদি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া হয় https://erecruitment.bb.org.bd সাইটে। 

৩। বেসরকারি ব্যাংক ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো পত্রিকার পাশাপাশি তাদের অফিশিয়াল ওয়েবসাইটেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তারা সাধারণত নিজস্ব ওয়েবসাইট কিংবা bdjobs.com এর মাধ্যমে আবেদন জমা নেয়। আবার কেউ কেউ ই-মেইল বা নিজস্ব ঠিকানায় আবেদন পাঠানোর আহ্বান করে। গুগলের সুবিধা নিয়ে প্রতিষ্ঠানটির ঠিকানা যাচাই করা কঠিন কিছু না। 

৪। অনেক সময় কোনও নামি প্রতিষ্ঠানের হুবহু নামে কিংবা নামের সঙ্গে কোনও শব্দ জুড়ে বা পরিবর্তন করে বিজ্ঞপ্তি ছাপা হতে পারে। কোনও প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নামের সঙ্গে মিল রেখেও নকল ওয়েবসাইট বানিয়ে প্রতারণা হতে পারে। এ নিয়ে সন্দেহ থাকলে who.is সাইটে গিয়ে দেখে নিন সাইটের ঠিকানা বা ডোমেইনটি নতুন কি না। 

৫। চলমান চাকরির বিজ্ঞপ্তিগুলো একসঙ্গে পাওয়া যাবে টেলিটকের চাকরিসংক্রান্ত পোর্টালে : alljobs.teletalk.com.bd। তা ছাড়া সরকারি চাকরির আবেদনের ফি নির্দিষ্ট কোডে এসএমএস পাঠিয়ে বা নির্ধারিত নিয়মে জমা দিতে হয়। কোনও ব্যক্তি বা ব্যক্তিগত নম্বরে টাকা পাঠাতে হয় না।

সম্পর্কিত বিষয়: