State Times Bangladesh

ভারতে সংক্রমণ ৫০ হাজারের নিচে নেমেছে, মৃত্যু ১১৮৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ২৬ জুন ২০২১

আপডেট: ১২:২১, ২৬ জুন ২০২১

ভারতে সংক্রমণ ৫০ হাজারের নিচে নেমেছে, মৃত্যু ১১৮৩

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো ৩ লাখ ৯৪ হাজার ৪৯৩ জনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চার দিন পর ভারতে দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ১ লাখ ৮৩ হাজার ১৪৩ জন।

এদিকে, শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ১১ রাজ্যে ৪৮ জনের দেহে ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশই মহারাষ্ট্রে। সেখানে ২০ জনের দেহে নতুন এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে।

তামিলনাড়ুতে ৯ জন, মধ্যপ্রদেশে ৭ জন, কেরালায় তিনজন, পাঞ্জাব ও গুজরাটে দু'জন করে এবং অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, কর্নাটক এবং জম্মুতে একজন করে ডেলটা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে।

সম্পর্কিত বিষয়: