State Times Bangladesh

ভারতে সংক্রমণ-মৃত্যু দুটোই কমেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:০৫, ১৫ জুন ২০২১

আপডেট: ১৩:১৮, ১৫ জুন ২০২১

ভারতে সংক্রমণ-মৃত্যু দুটোই কমেছে

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ ছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৬০ হাজার ৪৭১ জন। ফলে গত কয়েক সপ্তাহের তুলনায় ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৪৭১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জন। দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৭ হাজার ৩১ জনে।

মঙ্গলবার পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৩৮ লাখ ২৭ হাজার ৭৪৮ জনের, আক্রান্ত হয়েছে ১৭ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৯১৯ জন।

এদিকে, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৬২ লাখ ৫ হাজার ৩২৯ জনে। তার মধ্যে মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৯ হাজার ২৯২ জনের।

সম্পর্কিত বিষয়: