State Times Bangladesh

ভারতে একদিনে মৃত্যু ৩৩০৩, দুই মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ১৩ জুন ২০২১

আপডেট: ১৬:২৪, ১৩ জুন ২০২১

ভারতে একদিনে মৃত্যু ৩৩০৩, দুই মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮০ হাজার ৮৩৪ জন। গত ২ এপ্রিলের পর এই প্রথম দৈনিক সংক্রমণ এতটা কম হলো।

কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার সকালে এসব তথ্য দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ভারতে করোনার প্রকোপে এখন পর্যন্ত ৩ লাখ ৭০ হাজার ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৯৮৯ জনে পৌঁছেছে।

সংক্রমণ বৃদ্ধিতে খানিকটা রাশ টানা গেলেও, দৈনিক মৃত্যু এখনও উদ্বেগজনক জায়গাতেই রয়েছে। শনিবার দৈনিক মৃত্যু ৪ হাজারের ওপর ছিল।

গত বৃহস্পতি ও শুক্রবার দৈনিক নমুনা পরীক্ষা ২০ লাখের ওপরে থাকলেও, শনিবার তা নেমে ১৯ লাখ ২০ হাজার ৪৭৭ হয়েছে। রোববার তা আরও কমে ১৯ লাখ ৩১২ হয়েছে।

রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ লাখ ১০ হাজার ৭৬৩ জনের, আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬৪ লাখ ১৭ হাজার ৩৫৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৩৪ লাখ ৮৪ হাজার ২৩৯ জন টিকা পেয়েছেন। এখন পর্যন্ত গোটা ভারতে ২৫ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৪৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়: