State Times Bangladesh

বাসের ওপর ধসে পড়ল ভবন, নিহত ৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ১০ জুন ২০২১

বাসের ওপর ধসে পড়ল ভবন, নিহত ৯

দক্ষিণ কোরিয়ায় একটি যাত্রীবাহী বাসের ওপর বহুতল ভবন ধসে পড়ে অন্তত জন নিহত হয়েছেন। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত আটজন।

জাতীয় অগ্নিনির্বাপক সংস্থার বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বাসে ১৭ জন যাত্রী ছিলেন। রাস্তায় থেমে থাকার বাসটির ওপর ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, ভবনটির নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারে। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি দায়িত্বশীল কেউই।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে দমকল বাহিনীর কর্মকর্তা সিউক-সান বলেন, ভবনটি থেকে আগেই সবাইকে সরিয়ে নেওয়া হয়। রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরও এমন দুর্ঘটনা ঘটলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে ভবনটিকে সরাসরি বাসের ওপর ধসে পড়তে দেখা গেছে।

একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, ভবনটি ধসে পড়ার পর আমি রাস্তায় কুয়াশার মতো দেখছিলাম; কিছুই দেখা যাচ্ছিল না।