State Times Bangladesh

ভারতে একদিনে প্রায় ৪ হাজার মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ৬ মে ২০২১

আপডেট: ১২:৩৯, ৬ মে ২০২১

ভারতে একদিনে প্রায় ৪ হাজার মৃত্যু

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আসার পর ভারতে প্রতিদিনই মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। নিজেদের সব রেকর্ড নিজেরাই ভেঙে ফেলছে তারা।

গতকাল বুধবার রাত পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ভারতে করোনায় একদিনে অর্থ্যাৎ ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৯৭১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪ লাখ ১২ হাজার ৯৫ জন।

বৃহস্পতিবার সকালে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, মৃত্যু ও শনাক্তে ভারতে এ সংখ্যাই এখন পর্যন্ত সর্বোচ্চ।

ভারতে সবমিলিয়ে এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ১০ লাখ ৪১ হাজার ৩৭০ জনে। মোট মৃত্যু হয়েছে দুই লাখ ২৯ হাজার ৫৭৩ জনের।

মহারাষ্ট্রে বুধবার মৃত্যু হয়েছে ৯২০ জনের, উত্তরপ্রদেশে ৫৭৩ জনের আর কর্ণাটকে ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এদিন সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে ৫৭ হাজার ৬৪০ জনের।

সম্পর্কিত বিষয়: