State Times Bangladesh

তিন সেনার শিরচ্ছেদ করল সৌদি আরব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ১২ এপ্রিল ২০২১

তিন সেনার শিরচ্ছেদ করল সৌদি আরব

চরম বিশ্বাসঘাতকতার অভিযোগে সৌদি আরবের তিন সেনা সদস্যের শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে শত্রুপক্ষকে (ইয়েমেন) সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে, যে বিষয়টি সৌদি কর্তৃপক্ষ ভয়াবহ বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করে থাকে। দ্য ডনের খবরে বলা হয়েছে, শনিবার ইয়েমেন সীমান্তের কাছে ওই তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

শত্রুদের সহযোগিতা করার মতো চরম বিশ্বাসঘাতকতার জন্য তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়এতে আরও উল্লেখ করা হয়েছে, তাদের বিশ্বাসঘাতকতার জন্য সৌদি সামরিক বাহিনীর স্বার্থ হুমকির মুখে পড়েছিল।

ওই তিন সেনা সদস্যের নাম হলো- মোহাম্মাদ বিন আহমেদ, শাহের বিন ঈসা হামুদ বিন ইবরাহিম।