State Times Bangladesh

অক্সিজেন সাপোর্টে কবীর সুমন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২১, ২৮ জুন ২০২১

অক্সিজেন সাপোর্টে কবীর সুমন

হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমনকে। শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে রোববার রাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান এই সংগীতশিল্পী।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, হাসপাতালে ভর্তির সময় কবীর সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিলো ৯০ তাই সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপোর্টে দেওয়া হয় তাকে। এখনও অক্সিজেন সাপোর্টেই রয়েছেন তিনি।

বর্ষীয়ান এই শিল্পী করোনা আক্রান্ত কিনা তা জানতে আরটিসিআর পরীক্ষা করা হয়েছে। তবে এখনও রিপোর্ট আসেনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে- আজ বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে কবীর সুমনের।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে- ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এই শিল্পীকে। টেস্টের রিপোর্টগুলো হাতে পেলেই শুরু হবে চিকিৎসার পরবর্তী ধাপ। কবীর সুমনের চিকিৎসায় গড়া হয়েছে দুই সদস্যের মেডিক্যাল বোর্ড।

সম্পর্কিত বিষয়: