State Times Bangladesh

‘তুমি ফুটে উঠবে তোমার মতো করে’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০, ৫ জুন ২০২১

‘তুমি ফুটে উঠবে তোমার মতো করে’

নুসরাত জাহান

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের মা হওয়ার খবরে উত্তাল টলিপাড়া। তবে এখনো বিষয়টি নিয়ে কিছু বলেননি এই সংসদ সদস্য। তবে তার ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, যশ দাশগুপ্তের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।

নুসরত জাহানকে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বাক্য লিখলেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, তুমি ফুটে উঠবে তোমার মতো করে। তবে কার উদ্দেশে এটা লিখেছেন, তা এখনো পরিষ্কার হয়নি।  

গত কয়েকমাস ধরে টানাপড়েন চলছে নুসরতের ব্যক্তিগত জীবনে। স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও একসঙ্গে থাকছেন না তারা। নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘ দিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে, এই সন্তান আমার নয়।

নুসরতের ইনস্টাগ্রাম স্টোরি

টলিপাড়ায় গুঞ্জন উঠেছে, এসওএস কলকাতা ছবির শুটিংয়ের সময় থেকেই যশের প্রেমে পড়েছিলেন নুসরত। এরপর একসঙ্গে সময় কাটাতে শুরু করেছিলেন দুজনে। এর পরে মরুশহরে দুজন একসঙ্গে বেড়াতে গেলে প্রেমের গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়।

তারা দুজন সবাইকে ফাঁকি দিয়ে চুপিচপি অজমের দরগাতেও ঘুরে এসেছিলেন। সম্পর্কের প্রথম দিকে কিছুটা রাখঢাক রাখলেও সময়ের সঙ্গে সেই জড়তা কেটেছে। নেটমাধ্যমে একসঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর ছবি থেকে নুসরতের ছবির প্রিমিয়ারে যশের জোরালো উপস্থিতি এসব কিছুই বুঝিয়ে দিয়েছে, পর্দার নায়ক-নায়িকার ব্যক্তিগত জীবনের সমীকরণ।

সম্পর্কিত বিষয়: