State Times Bangladesh

মা হচ্ছেন অভিনেত্রী সোনালী চৌধুরী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৬, ২ মার্চ ২০২১

মা হচ্ছেন অভিনেত্রী সোনালী চৌধুরী

সোনালী চৌধুরী

ছোট পর্দা থেকে খ্যাতি পাওয়া টালিগঞ্জের অভিনেত্রী সোনালী চৌধুরী ও স্বামী রজত ঘোষ দস্তিদারের ঘরে আসছে নতুন সদস্য। জুন মাসে সম্ভাব্য তারিখ। তিনি এখন থাকছেন মায়ের কাছে।

এক সাক্ষাৎকারে সোনালী জানান, দূর্গা পুজার সময় সুখবরটি পেয়েছি। তখন মেগা-সিরিয়াল ‘কনে বউ’ করতে ব্যস্ত। মাতৃত্বকালীন ছুটি নেওয়ার আগ পর্যন্ত কয়েক মাস কাজ করেছি। এখন বাসায় থাকছি মায়ের সঙ্গে।

তিনি আরও জানান, দেহের ভেতর সন্তান বেড়ে ওঠার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। পৃথিবীর সেরা অনুভূতি। যদিও আমাদের অনেক খারাপ সময় গিয়েছে। তারপরও প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করছি।

টালিগঞ্জের এই অভিনেত্রী বলেন, বাসার সবাই আমাকে খুবই আদর-যত্ন করছে। আমার স্বামী খেলোয়াড়। ‘ফিট’ থাকার জন্য সবসময় সে কড়া নজরে রাখতো। এখন আর সেসবের বালাই নেই। মিষ্টি খুব পছন্দ আমার। সাধারণত খেতাম না। এখন আমি আনন্দের সঙ্গে মিষ্টি খেতে পারছি।

সোনালী বলেন,  ছবির ‘ডাবিং’য়ের কাজ এখনও বাকি। ছুটিতে থাকলেও শারীরিকভাবে সুস্থ আছি। তাই ডাবিংয়ের সময় দিলে কাজ করতে কোনো অসুবিধা হবে না।

লকডাউনের আগে এই অভিনেত্রী পার্থ সারথী জোয়ার্দারের ‘ভোরের পাখি’ ছবির কাজ শেষ করেছেন।

সম্পর্কিত বিষয়: