State Times Bangladesh

ফের ছেলের মা কারিনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ২১ ফেব্রুয়ারি ২০২১

ফের ছেলের মা কারিনা

পুরোনো ছবি

তৈমুরের খেলার সাথী এসেছে পৃথিবীতে। রোববার সকালে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দ্বিতীয় ছেলের বাবা হয়েছেন ছোট নবাব সাইফ আলী খান।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, তৈমুরের নানা রণধীর কাপুর তার দ্বিতীয় নাতির পৃথিবীতে আসার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, আমার খুশি প্রকাশের ভাষা নেই। আমার মেয়ে আবার মা হয়েছে। আমি আমার সঙ্গী পেয়েছি, আমার ফুটফুটে ছোট্ট একটা নাতি হয়েছে।

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্ম নিয়েছে সাইফ-কারিনার দ্বিতীয় সন্তান। যদিও গত ১৫ ফেব্রুয়ারি কারিনার সন্তান প্রসবের দিন ধার্য্য ছিল। তবে সে তারিখ পিছিয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার কারিনাকে দেখতে যান তার মা ববিতা কাপুর, বোন কারিশমা কাপুর। সৎ মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলেন সাইফের বড় ছেলে ইব্রাহিম আলি খানও। কারিনার ননদ সোহা আলি খানও তাকে দেখতে গিয়েছিলেন। ২০১৬ সালে প্রথম পুত্রসন্তানের মা হন কারিনা।

সম্পর্কিত বিষয়: