State Times Bangladesh

‘ছবি না দিলে নাকি ভ্যাকসিন কাজ করে না! তাই ছবিটা দিলাম’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:০০, ২১ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১০:০০, ২১ ফেব্রুয়ারি ২০২১

‘ছবি না দিলে নাকি ভ্যাকসিন কাজ করে না! তাই ছবিটা দিলাম’

টিকা নিচ্ছেন আসিফ

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। শনিবার স্ত্রীসহ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে টিকা নিয়েছেন তিনি। ফেসবুকে টিকা গ্রহণের ছবি পোস্ট করে মজার ছলে এই সংগীত সুপারস্টার ক্যাপশনে লিখেছেন, ‘শুনলাম ছবি না দিলে নাকি ভ্যাকসিন কাজ করেনা! তাই ছবিটা দিলাম।’

আসিফ আরও লিখেছেন, ‘আজ বঙ্গবন্ধু মেডিকেলে করোনার ইনজেকশনের প্রথম ডোজ নিলাম আমরা। ম্যানেজমেন্ট খুব ভালো লেগেছে, ধন্যবাদ। একদিকে করোনা আরেকদিকে করোনাবিরোধী ইনজেকশন, দ্বিতীয়টাই পছন্দ করলাম। ধন্যবাদ ডাক্তার শাকিল ভাই। ছবি তুলেছেন শাহজাহান আখন্দ শুভ ভাই।'

আসিফের পোস্টে সিদ্দিকুর রহমান নামের একভক্ত লিখেছেন, 'আচ্ছা তাহলে তো এই ছবি যাঁরা দেখবে তাঁদেরও কাজ হয়ে যাওয়ার কথা। আল্লাহ্ আপনাকে সুস্থতা এবং দীর্ঘায়ু দান করুন,ভালবাসা অবিরাম।'

ইঞ্জিনিয়ার এ জে এম শহিদুজ্জামান লিখেছেন, 'এক্সপ্রেশন কই? কুদ্দুস বয়াতির কাছ থেকে এক্সপ্রেশনের ট্রেনিং নিয়ে আসুন। শুনেছি ঠিকঠাক এক্সপ্রেশন দিতে না পারলে নাকি ভ্যাকসিন উল্টাপাল্টা কাজ করে।'

এর আগে পরিবারের সবাইকে নিয়ে করোনার টিকা নিতে চান বলে ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন আসিফ আকবর। করোনার ভ্যাকসিন নিয়ে দেশের মানুষের মনে যখন নানারকম সংশয় ও ভাবনা তখন আসিফের এই আগ্রহ তার ভক্তদের মধ্যে বেশ ইতিবাচিক সাড়া ফেলেছে।

সম্পর্কিত বিষয়: