State Times Bangladesh

রাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান মুসতাক আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩০, ৫ মে ২০২১

রাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান মুসতাক আহমেদ

অধ্যাপক মুসতাক আহমেদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মুসতাক আহমেদ।

আজ বুধবার দুপুর ১২টায় আগামী তিন বছরের জন্য তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

অধ্যাপক মুসতাক আহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বিভাগের সদ্য বিদায়ী চেয়ারম্যান সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন।

অধ্যাপক মুসতাক আহমেদ ২০০১ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে শিক্ষকতা করছেন। তিনি ১৯৯১ সালে এসএসসি প্রথম বিভাগে এবং ১৯৯৩ সালে এইচএসসি প্রথম বিভাগে পাস করেন বগুড়া ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ থেকে। তারপর ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। সেখান থেকেই ১৯৯৬ সালে (অনুষ্ঠিত ১৯৯৮) বিএসএস এবং ১৯৯৭ সালে (অনুষ্ঠিত ২০০০) এমএসএস পাস করেন প্রথম শ্রেণিতে প্রথম হয়ে।

২০০১ সালের ২২ সেপ্টেম্বর সিলেকশন বোর্ড ও ২৮ সেপ্টেম্বর সিন্ডিকেট সভার সুপারিশক্রমে প্রভাষক হিসেবে যোগ দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে।