State Times Bangladesh

রাবিতে স্থগিত হওয়া পরীক্ষা কবে হবে, সিদ্ধান্ত ৭ দিনের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২১

রাবিতে স্থগিত হওয়া পরীক্ষা কবে হবে, সিদ্ধান্ত ৭ দিনের মধ্যে

উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। পুরোনো ছবি

স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে নেওয়া হতে পারে, সে বিষয়ে আগামী সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।

আজ রোববার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে এ কথা জানান উপাচার্য।

এর আগে স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার দাবিতে আজ দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনের এক পর্যায়ে উপাচার্য বাইরে এসে শিক্ষার্থীদের বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা বন্ধের নির্দেশনা না দিলে আমরা পরীক্ষা নিয়ে নিতাম। সরকারের একটা সিদ্ধান্ত যখন আসে তখন সেটা সকলকে মানতে হয়। প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থীর ভ্যাকসিন নিশ্চিত করে ক্যাম্পাস খোলার কথা ভাবছে সরকার।’

উপাচার্য আরও বলেন, ‘প্রথমে জীবনকে গুরুত্ব দিতে হবে। তারপর তোমাদের পড়াশোনা ও চাকরি। সুতরাং দিন সাতেক অপেক্ষা করো। এর মধ্যেই একটা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা শুরু হলে তো যার যার হলেই থাকতে পারবে। তখন কোনো সমস্যা হবে না। করোনাকালীন হলের ভাড়া মওকুফ করে দেওয়ার ব্যাপারেও আমরা ভাবছি।’

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে আটকে যাওয়া বিভিন্ন বর্ষের পরীক্ষাগুলো গত ২ জানুয়ারি থেকে নেওয়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে বিভিন্ন বিভাগে পরীক্ষা নেওয়া শুরু হয়। হঠাৎ করে গত ২২ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে বিশ্ববিদ্যালয়ের সব চলমান পরীক্ষা স্থগিতের নির্দেশনা জারি করে। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ২৫ ফেব্রুয়ারি থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে।