State Times Bangladesh

এসআই হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৪, ১৪ জুন ২০২১

আপডেট: ১৮:২৮, ১৪ জুন ২০২১

এসআই হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষার্থী

বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বহিরাগত ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই) ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ফটোশেসনে আইজিপি ড. বেনজীর আহমেদ

বাংলাদেশ পুলিশের ৩৮তম বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ৬০ শিক্ষার্থী।

আজ সোমবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরব্যাপী তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। চলতি মাস থেকেই তারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত এসআই হিসেবে দায়িত্ব পালন করবেন। 

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ১৫ জন, আইন অনুষদের ৪ জন, বিজ্ঞান অনুষদের ১৩ জন, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ৪ জন, প্রকৌশল অনুষদের ২ জন, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৫ জন, কলা অনুষদের ৫ জন এবং কৃষি অনুষদের ২ জন।

সদ্য নিয়োগপ্রাপ্ত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাহফুজার রহমান বলেন, ২০২০ সালের ১৪জুন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ক্যাডেট সাব ইন্সপেক্টর হিসেবে প্রশিক্ষণ শুরু হয়। এবারে ট্রেনিং প্রাপ্ত হোন ১২৩১ জন শিক্ষার্থী। আজ আনুষ্ঠিতভাবে শেষ হলো এক বছরের প্রশিক্ষণ।

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশ পুলিশে ৩৭তম বহিরাগত ক্যাডেট এসআই পদে ৯০ জন এবং ৩৬তমতে ৭৫ জন শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।