State Times Bangladesh

রাজশাহী বিশ্ববিদ্যালয়

উপাচার্যের রুটিন দায়িত্বে আনন্দ কুমার সাহা

প্রকাশিত: ২১:৪৩, ৬ মে ২০২১

উপাচার্যের রুটিন দায়িত্বে আনন্দ কুমার সাহা

উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের চার বছর মেয়াদ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।

ওই আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদপূর্তিতে পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত অন্তর্বতীকালীন ব্যবস্থা হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ মে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান অধ্যাপক এম আবদুস সোবহান। আজ তার চার বছর শেষ হয়। কর্মবিদসের শেষ দিনে এসে তিনি গণহারে নিয়োগ দিয়ে ক্যাম্পাস ছাড়েন। এরই মধ্যে সেই নিয়োগ অবৈধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি।