State Times Bangladesh

রাজশাহী বিশ্ববিদ্যালয়

জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট ড. সুজন সেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৫, ১১ এপ্রিল ২০২১

জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট ড. সুজন সেন

ড. সুজন সেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেন।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এক আদেশে ড. সুজন সেনকে এই দায়িত্ব দেওয়া হয়। এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম।

জানা গেছে, শহীদ জিয়াউর রহমান হলের বর্তমান প্রভোস্ট হিসেবে রয়েছেন অধ্যাপক রেজাউল করিম বকসি। নতুন দায়িত্ব পাওয়া প্রভোস্টের কাছে তিনি  আগামী ১৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন।