State Times Bangladesh

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৪, ২২ ফেব্রুয়ারি ২০২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত

প্রতীকী ছবি

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান।

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী আজকের সংবাদ সম্মেলনে সকল পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখার যে নির্দেশনা দেন তার পরিপেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই সিদ্ধান্ত নিয়েছে।’

আর আগে সোমবার দুপুরে অনলাইনে জরুরি সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২৪ মে থেকে পাঠদান শুরু হবে এবং ১৭ মে আবাসিক হল খুলবে বলে জানান। এর আগে সব ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেন।