
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১৯ জনের মৃত্যু হয়েছে। যা দেশে করোনা মহামারিকালে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এর আগে গত ১৯ এপ্রিল দেশে একদিনে ১১২ জনের মৃত্যু হয়েছিল।
একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন। এর মধ্যে মারা গেছে ১৪ হাজার ১৭২ জন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪৯ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৪ হাজার ১০৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
এতে আরও জানানো হয়, ৫৫৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬২৮টি নমুনা সংগ্রহ এবং ২৪ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।