State Times Bangladesh

২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ১০ জুন ২০২১

আপডেট: ২০:২২, ১০ জুন ২০২১

২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত আরও বেড়েছে

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৮৯ জনের। 

এ সময় নতুন করে আরও ২ হাজার ৫৭৬ জন শনাক্ত হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৯ হাজার ৬৩০ জন। ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৬৯ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৪৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৫৩৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন। এছাড়া চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৮, খুলনায় ৬, সিলেটে ২ ও রংপুর ৪ জন মারা গেছেন।

গতকাল মারা যায় ৩৬ জন আর শনাক্ত হয়েছিল ২ হাজার ৫৩৭ জন। যা আগের তুলনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে।

সম্পর্কিত বিষয়: