State Times Bangladesh

রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১২ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২১, ১০ জুন ২০২১

আপডেট: ১৩:১৭, ১০ জুন ২০২১

রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১২ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের রাজশাহীর ৯ জন এবং চাঁপাইনবাবগঞ্জের তিনজন রয়েছেন। সাতজন ছিলেন করোনা পজেটিভ, বাকিদের উপসর্গ ছিল।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ১৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নওগাঁর ৭ জন এবং নাটোরের ১ জন। এ নিয়ে ২৭১ শয্যার বিপরীতে মোট ভর্তি আছেন ২৯০ জন। আইসিইউতে আছেন ১৮ জন।

তিনি জানান, দুটি পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪২ দশমিক ৪৬ শতাংশ।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ১৪২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১১ জন, নওগাঁর ১৫ জন, নাটোরের ১৫ জন, পাবনা ও কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গার ১ জন রয়েছেন।

সম্পর্কিত বিষয়: