State Times Bangladesh

সিলেটে হেফাজত নেতা সাবেক এমপি শাহীনুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৩, ৭ মে ২০২১

সিলেটে হেফাজত নেতা সাবেক এমপি শাহীনুর গ্রেপ্তার

হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা সুনামগঞ্জ- আসনের সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়ায় আব্বাসী জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেটের বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ ময়নুল জাকির জানান, ঢাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল গিয়ে তাকে গ্রেপ্তার করে। রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়।

জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহসভাপতি শাহীনুর হেফাজতের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

গ্রেপ্তারের সময় পাশাএতেকাফেছিলেন বলে জানিয়েছেন বনকলাপাড়া আব্বাসী জামে মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল মুকিত অপি। তিনি জানান, মসজিদের পাশেই তার বাসা।

শাহীনুর পাশাকে কি অভিযোগে বা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেবিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

তবে মার্চে হেফাজতের নেতাকর্মীদের দেশজুড়ে চালানো সহিংসতা তাণ্ডবের ঘটনায় হেফাজতের যুগ্ম মহসচিব মামুনুল হকসহ কয়েক ডজন হেফাজত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগকে ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতায় এবং সম্প্রতি মতিঝিল এলাকায় নাশকতার ঘটনায় করা মামলায়ও গ্রেপ্তার দেখানো হচ্ছে।

সম্পর্কিত বিষয়: