State Times Bangladesh

নববর্ষের অনুষ্ঠান করতে হবে ভার্চুয়ালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩২, ৭ এপ্রিল ২০২১

আপডেট: ১২:০১, ৮ এপ্রিল ২০২১

নববর্ষের অনুষ্ঠান করতে হবে ভার্চুয়ালি

ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ (১৪২৮) অনুষ্ঠান ভার্চুয়ালি করার জন্য বলেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

আজ বুধবার মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।

চিঠিতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনা অনুসরণ করে জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করা, সম্ভব হলে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হলো। কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না।

প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে পয়লা বৈশাখ ঢাকার শাহবাগ-রমনা এলকায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। কিন্তু করোনার বিস্তার ঠেকাতে গত বছরের মতো এবারও হচ্ছে না সেই শোভাযাত্রা।