State Times Bangladesh

করোনায় প্রাণ গেল বিএনপি নেতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ৭ এপ্রিল ২০২১

করোনায় প্রাণ গেল বিএনপি নেতার

আবদুস সোবহান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান। আজ বুধবার দুপর ২টার দিকে জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনায় আক্রান্ত হয়ে একই হাপাতালে চিকিৎসা নিচ্ছেন ওই বিএনপি নেতা স্ত্রী।  সাটুরিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুস সোবহানের বাড়ি উপজেলার বাহ্রা গ্রামে।

জানা গেছে, গত ২৭ মার্চ করোনার উপসর্গ নিয়ে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি হন আবদুস সোবহান ও তার স্ত্রী। পরের দিন নমুনা পরীক্ষায় তাদের দুজনেরই করোনা পজিটিভ আসে। ওই দিনই তাদেরকে জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। এরপর থেকে স্ত্রী অবস্থা ভালো হতে থাকলেও আবদুস সোবহানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আজ দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু হয়।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশ্বাদ উল্লাহ বলেন, ‘আজ বেলা আড়াইটার দিকে করোনায় আক্রান্ত হয়ে আবদুস সোবহান মারা যান। তবে চিকিৎসাধীন তার স্ত্রী এখন সুস্থ আছেন।’