State Times Bangladesh

করোনায় আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৩, ২১ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ২২:৩৬, ২১ ফেব্রুয়ারি ২০২১

করোনায় আরও ৭ জনের মৃত্যু

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৩৪৯ জনে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩২৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৩ হাজার ৩৫১ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন ৪৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৯১ হাজার ৩৬৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। 

মারা যাওয়া ৭ জনের মধ্যে সবাই পুরুষ। তাদের মধ্যে ৭ জনই হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ছয় হাজার ৩২১ জন, বাকি দুই হাজার ৩২৮ জন নারী।

মারা যাওয়াদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬০ বছরের বেশি ছয় জন এবং ২১-৩০ বছরের একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকা বিভাগেরই রয়েছেন ৬ জন এবং চট্টগ্রামে একজন।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সংক্রমণের শুরুর দিকে দেশে রোগী শনাক্তের হার কম ছিল।

সম্পর্কিত বিষয়: