State Times Bangladesh

ঢাকায় পৌঁছেছে চীনের টিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৬, ১৩ জুন ২০২১

আপডেট: ০৯:৩১, ১৪ জুন ২০২১

ঢাকায় পৌঁছেছে চীনের টিকা

চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের ৬ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় এসে পৌঁছেছে। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান টিকা নিয়ে ঢাকায় পৌঁছায়।

এর আগে রোববার সকালে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনটি ছবি দিয়ে ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান জানান, ‘উড্ডয়নের জন্য প্রস্তুত বাংলাদেশ আর্মির দুটি সি১৩০জে।’

গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনীর দু’টি সি১৩০জে পরিবহন বিমান চীন থেকে টিকা আনার জন্য রাতে ঢাকা ত্যাগ করবে।

গত ১২ মে চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। ওই টিকাও দেশে আনে বিমান বাহিনীর এই পরিবহন বিমান।

সম্পর্কিত বিষয়: