State Times Bangladesh

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত অনেক বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ১৩ জুন ২০২১

আপডেট: ১৮:৩৬, ১৩ জুন ২০২১

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত অনেক বেড়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৭ জন মারা গেছেন। এ সময় নতুন করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৩৬ জনের। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের দিন ১২ জুন দেশে করোনায় ৩৯ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ১ হাজার ৬৩৭ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত অনেক বেড়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৪২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৬ হাজার ২৬৬ জন।

এই সময়ে ১৮ হাজার ৪৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৭৪৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় একজনের মৃত্যু হয়।

সম্পর্কিত বিষয়: