State Times Bangladesh

এক মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ৮ জুন ২০২১

আপডেট: ২০:৩৮, ৮ জুন ২০২১

এক মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৩২২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৪ এপ্রিল এর থেকে বেশি শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, ২ হাজার ৬৯৭ জন। আর মৃত্যুর সংখ্যায় ৪৪ জন গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ৯ মে ৫৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৯১৩ জনের।

গতকাল দেশে করোনায় ৩০ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছিল ১৯৭০ জন। যা গতকালের তুলনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২০৬২ জন এবং এখন পর্যন্ত ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন সুস্থ হয়ে উঠেছেন।

এতে আরও জানানো হয়, ৫১০ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৫৬টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬০ লাখ ৮৬ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

সম্পর্কিত বিষয়: