State Times Bangladesh

করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ৫ মে ২০২১

আপডেট: ১৯:৫৮, ৫ মে ২০২১

করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে

প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৫৫ জনের।

এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৪২ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭  লাখ ৬৭ হাজার ৩৩৮ জনে।

গতকাল মঙ্গলবার ৬১ জনের মৃত্যু হয়েছিল। আর নতুন করে শনাক্ত হয়েছিল ১ হাজার ৯১৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্পর্কিত বিষয়: