State Times Bangladesh

করোনায় প্রাণ গেল আরও আটজনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৬:২২, ২৮ ফেব্রুয়ারি ২০২১

করোনায় প্রাণ গেল আরও আটজনের

প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। এই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন আরও ৩৮৫ জন। রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আটজনকে নিয়ে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৮ হাজার ৪০৮ জন। এই সময়ে নতুন ৩৮৫ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জন।

এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮১৭ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠলেন।

মারা যাওয়া আটজনের মধ্য ছয়জন পুরুষ ও দুজন নারী। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, এদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুজন ও ষাটোর্ধ্ব চারজন রয়েছেন।

বিভাগওয়ারী হিসাবে ২৪ ঘণ্টায় করোনায় মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন এবং চট্টগ্রাম বিভাগে তিনজন মারা গেছেন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্পর্কিত বিষয়: