
প্রতীকী ছবি
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯৯ জন। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২৯ শতাংশের বেশি।
আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত ২৫ এপ্রিল চট্টগ্রামে এক দিনে ১১ ব্যক্তি করোনায় মারা গিয়েছিলেন। দুই মাসেরও বেশি সময় পর মৃত্যুর সংখ্যা আবার ১০ হলো।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ হাজার ৭২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭০১ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৬৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ২৮৪ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১১৫ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের চারজন শহরের ও ছয়জন অন্যান্য উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।