State Times Bangladesh

বান্দরবান ভ্রমণে সতর্ক করল স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৫, ২৮ জুন ২০২১

আপডেট: ১৮:৩৬, ২৮ জুন ২০২১

বান্দরবান ভ্রমণে সতর্ক করল স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেছেন, দেশে সম্প্রতি ম্যালেরিয়া রোগের প্রকোপ বেড়েছে।

বিশেষ করে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে এ রোগের প্রকোপ বেশি দেখা দিয়েছে। শুধু বান্দরবানেই গত মাসে ২৬০ জন রোগী শনাক্ত হয়েছেন।

আজ সোমবার করোনা পরিস্থিতি সম্পর্কে ভার্চুয়াল জুম কনফারেন্সে তিনি এসব তথ্য জানান।

ডা. রোবেদ আমিন বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত সারাদেশে ৫৬৫ জন রোগী শনাক্ত হয়। এর ৭৫ শতাংশই বান্দরবান জেলার। বান্দরবানকে ‘ম্যালেরিয়া প্যানডেমিক জোন’ আখ্যা দিয়ে সেখানে ভ্রমণকারীদের অধিকতর সর্তকতা অবলম্বনের পরামর্শ দেয়া হচ্ছে।

তিনি জানান, গত মে মাসে সারাদেশে ম্যালেরিয়া রোগে মোট ৩২৩ জন আক্রান্ত হন। তাদের মধ্যে বান্দরবানে ২৬০ জন, রাঙ্গামাটিতে ৪১, খাগড়াছড়িতে পাঁচ, চট্টগ্রামে তিন এবং কক্সবাজারে ১৪ জন।

গত দুই বছরের তুলনায় চলতি বছর এখন পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা কম হলেও গত বছরের মের তুলনায় তা চলতি বছরের মে মাসে ১১ শতাংশ বেড়েছে।