State Times Bangladesh

রামেকের করোনা ওয়ার্ডে আরও ১৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫২, ২৮ জুন ২০২১

আপডেট: ১২:২৭, ২৮ জুন ২০২১

রামেকের করোনা ওয়ার্ডে আরও ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচ এবং নাটোর ও নওগাঁর একজন করে রয়েছেন। তাদের ৭ জন করোনা পজিটিভ ছিলেন এবং বাকিদের উপসর্গ ছিল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭৮ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৫২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৪২ জন। এদের মধ্যে রাজশাহীর ৩০৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪৯ জন, নাটোরের ৩২ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ১৫ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গা ও দিনাজপুরের ২ জন রয়েছেন।

আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে জেলার ৪৮৫টি নমুনা পরীক্ষায় ১৩৫ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ২৭ দশমিক ৮৪ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৭৭টি নমুনায় ১৪ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ১৮ দশমিক ১৮ শতাংশ।