State Times Bangladesh

কুষ্টিয়ায় শিশু সন্তানসহ দম্পতিকে গুলি করে হত্যা  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৬, ১৩ জুন ২০২১

আপডেট: ১৬:৪৫, ১৩ জুন ২০২১

কুষ্টিয়ায় শিশু সন্তানসহ দম্পতিকে গুলি করে হত্যা  

কুষ্টিয়া শহরে প্রকাশ্যে এক দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা ১১টার দিকে শহরের ৬ নম্বর ওয়ার্ডের কাস্টমস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে একজনকে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর থানার ওসি সাব্বিরুল ইসলাম জানান, শহরের কাস্টমস মোড়ে দুপুর ১২টার দিকে দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন ওই নারী। গুলিবিদ্ধ অবস্থায় তার স্বামী ও সন্তানকে কুষ্টিয়া মেডিক্যালে পাঠানো হয়।

হাসপাতালের আরএমও তাপস বলেন, হাসপাতালে আনার পর ওই ব্যক্তি ও শিশুটির মৃত্যু হয়। সেখানে ওই নারীর মরদেহও আনা হয়েছে।

ওসি জানান, ঘটনার পরপরই সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তিই গুলি চালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়: