State Times Bangladesh

রাজশাহী মেডিকেলে আরও ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৮, ১৩ জুন ২০২১

আপডেট: ১৫:৩৪, ১৩ জুন ২০২১

রাজশাহী মেডিকেলে আরও ১৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, মারা যাওয়াদের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। বাকিদের উপসর্গ ছিল।

তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, রাজশাহীর দুই, নাটোরের এক, নওগাঁর তিন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন।

গতকাল রোববার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৯৪ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি।