State Times Bangladesh

খিলক্ষেতে ক্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৬, ৭ মে ২০২১

আপডেট: ১৬:৩০, ৭ মে ২০২১

খিলক্ষেতে ক্রেনের ধাক্কায় শ্রমিক নিহত

রাজধানীর খিলক্ষেতের তিনশ ফুট এলাকায় ক্রেনের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. শিহাব (২২)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মো. মজিবরের ছেলে। বিমানবন্দরের কাওলা এলাকায় থাকতেন।

নিহতের চাচাতো ভাই নাঈম বলেন, আমরা একসঙ্গে কাজ করি। সকাল ৯টায় কাউলা থেকে একটি ইঞ্জিনচালিত অটোতে করে শিহাবসহ আমরা চারজন তিনশ ফুট রাস্তা দিয়ে পূর্বাচল এলাকায় কাজের উদ্দেশে যাচ্ছিলাম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ক্রেন আমাদের অটোকে ধাক্কা দিলে শিহাব রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: