State Times Bangladesh

কক্সবাজারে নারীসহ দু’জনকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৯, ১২ এপ্রিল ২০২১

আপডেট: ১৫:১০, ১২ এপ্রিল ২০২১

কক্সবাজারে নারীসহ দু’জনকে গুলি করে হত্যা

কক্সবাজারের পেকুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে যুবকের গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ছাড়া টেকনাফের হ্নীলায় আধিপত্য বিস্তার নিয়ে খালেক বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক যুবক। গতকাল রোববার রাতে এসব ঘটনা ঘটে।

পেকুয়া থানার ওসি সাইফুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জেরে গতকাল রাত আড়াইটার দিকে পেকুয়ার বারবাকিয়া বোদামাঝির ঘোনা এলাকায় মামুন নামে এক যুবকের গুলিতে নিহত হয়েছেন এক গৃহবধূ। তার নাম সেলিনা আক্তার। এ সময় আহত হয়েছেন কলেজছাত্র নাজমুর সাকিব এবং সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। পরে স্থানীয়রা দু’জনকে আটক করে পুলিশে দেয়।

এদিকে টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নুরালি পাড়ায় রোববার রাত ১০টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খালেক বাহিনীর গুলিতে ইমাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

সম্পর্কিত বিষয়: