State Times Bangladesh

৪২ ইঞ্চির কনে পেয়ে খুশি ৪০ ইঞ্চির বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৩, ১০ এপ্রিল ২০২১

৪২ ইঞ্চির কনে পেয়ে খুশি ৪০ ইঞ্চির বর

বর-কনে

৩০ বছরের যুবক আব্বাস মণ্ডল। তবে বয়সের সঙ্গে তার উচ্চতা বাড়েনি। ৪০ ইঞ্চি উচ্চতার এই যুবক বেশ কিছু দিন ধরেই বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। অবশেষে তার মতো উচ্চতার একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। তার স্ত্রী মীমের উচ্চতা ৪২ ইঞ্চি।  

আব্বাসের বাড়ি ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে। একই উপজেলার লক্ষণদিয়া গ্রামের ইউনুস আলীর মেয়ে মীম।

শুক্রবার রাতে আব্বাস ও মীমের বিয়ে সম্পন্ন হয়। এরপর বববধূকে নিজের বাড়িতে নিয়ে আসেন আব্বাস। তাদের দেখতে শনিবার দিনভর ছিল মানুষের ভিড়। বিয়ের পর বর-কনে বলেন, বিয়ে নিয়ে আমরা খুশি।

আব্বাসের মা সাহিদা বেগম জানান, আব্বাস তার বড় ছেলে। আকৃতিতে তিনি ছোট। তার ছোট ছেলে স্বাভাবিক আকৃতির, তাই তিনি কয়েক বছর আগেই বিয়ে করেছেন। আব্বাস ছোট হওয়ায় তার বিয়ে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা। তারপরও বিয়ের খোঁজ চালিয়ে গেছেন তারা। অবশেষে তার মতো আকৃতির পাত্রী মিলেছে আব্বাসের জীবনে।

আউশিয়া গ্রামের বাসিন্দা কবির বলেন, ক্ষুদ্রাকৃতির নব দম্পতিকে দেখতে গিয়েছিলাম এবং আশির্বাদ করেছি। তাদের দেখতে বাড়িতে ভিড় করছে এলাকার মানুষ।

সম্পর্কিত বিষয়: