প্রতারক ‘বনবন্ধু’ গ্রেপ্তার
জাহিদুর রহমান ইকবাল, নিজেকে পরিচয় দিতেন ‘বনবন্ধু’ হিসেবে। মুজিব বর্ষের লোগো, প্রধানমন্ত্রীর বাণী সম্বলিত ৪০ হাজার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়ে গাছ লাগানোর কথা বলে প্রতারণা করতেন এই বনের এই বন্ধু। কিন্তু, কেরামতি শেষ হয়ে গেছে তার। মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া, নিজেকে একাধিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে পরিচয় দেওয়ার মতো করা তার প্রতারণা প্রকাশ্যে চলে এসেছে। পাশাপাশি ব্যাংকে লোন করে দেওয়ার কথা বলেও অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫২